গত বুধবার (০৮ ডিসেম্বর) বেলা ১২ টায় চাঁদপুর সরকারি কলেজের কনফারেন্স কক্ষে শিক্ষক কর্মকর্তাদের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ বেদারুল আলম এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির সদস্য ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান। অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এ ধরণের একটি আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত ইনহাউজ প্রশিক্ষণ কর্মসূচী করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং বিভাগগুলোর আর্থিক ব্যবস্থাপনা আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

আলমগীর হোসেন
ভারপ্রাপ্ত শিক্ষক (মিডিয়া সেন্টার)
ও সহকারী অধ্যাপক-রসায়ন
চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর।
মোবাইল: ০১৬৭০০৭২৬৪০